Mandarmani Tour Guide - Train,Bus from Kolkata, Hotels & Beaches

Mandarmani Tour
 
Located in the coastal area of West Bengal, Mandarmani is a charming coastal village. Far from the crowded city of Kolkata,this hidden beach village famous for natural beauty, tranquilit , adventure. May be you are a nature lover or an travel explorer , hungry romance, or simply looking to escape daily busy routine, Mandarmani is the best choice for you.Mandarmani is popular economical and time-efficient destinations for travel-hungry Bengalis. পশ্চিমবঙ্গের সমুদ্রের অবস্থিত মন্দারমনি একটি ছোট্ট গ্রাম | শহরের কোলাহল থেকে বহু দূরে অবস্থিত মন্দারমনি একটি আদর্শ স্থান সমুদ্র উপভোগ করবার জন্য, সমুদ্র বিভিন্ন ক্রীড়া করবার জন্য এবং সমুদ্রের একটা সবুজ নির্মল পরিবেশে কিছুক্ষণ সময় কাটানোর জন্য | বাঙালিরা যারা পছন্দ করেন এটা নতুন ভ্রমণ স্থান খুঁজে বেড়াতে, তাদের জন্য মন্দারমনি একটি আদর্শ জায়গা, এখানে প্রাকৃতিক নির্মলতা, সমুদ্রের আহ্বান এবং স্থানীয় সামুদ্রিক খাবার আপনার মন কেড়ে নেবে | মন্দারমনির সপ্তাহ শেষে বেড়ানোর আদর্শ জায়গায় তাই প্রত্যেক সপ্তার শনি রবিবার এখানে পর্যটকদের ভিড় চোখে পড়ে |
 
Sea Bathing in Mandarmani and Eating Fresh Seafood on the Beach | মন্দারমণি সমুদ্রে স্নান আর সৈকতে বসে তাজা সামুদ্রিক মাছ-চিংড়ি-কাঁকড়া খাওয়া
উত্তাল সমুদ্রের ঢেউ | The gentle waves of the sea
সন্ধ্যায় সমুদ্রের ধারে সীফুডের স্টল| |In the evening sea food stall
Beach Sports Arrangement|সৈকতে খেলাধুলা ও অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যবস্থা
মন্দারমণি – একটি স্থানীয় মন্দির | Mondarmoni , One Local Temple
 
Mandarmani to Kolkata distance about 180 kilometres , the beach at Mandarmoni is a long beach , it stretches about 13 kilometres . Long trails walk , golden sands, gentle waves, and scenic beauty make Mandarmani perfect for week end tour. কলকাতা থেকে মন্দারমনির দূরত্ব আনুমানিক ১৮০ কিলোমিটার | আর মন্দারমনির সমুদ্রতট হচ্ছে ভারতের অন্যতম লম্বা সমুদ্রতট গুলোর মধ্যে একটি |এটা দৈর্ঘ্য প্রায় ১৩ কিলোমিটার , আপনি হাঁটতে পারেন সোনালী বালির উপর দিয়ে উপর দিয়ে , শান্ত হওয়া ,চারিদিকে সবুজ পরিবেশ ,সমুদ্রের ঢেউ ,লাল কাঁকড়া আনাগোনা আপনাকে মুগ্ধ করবেই |
 
 
 
Mandarmani is well-connected by road with Kolkata and Nearby city Contai . Mandarmani can be reached from Kolkata by drive around 4 hours. To Reach Mandarmani, you can take a Digha bound bus and get down at Chawalkhola bus stop. You will get Auto/Toto there , you one can hire a Auto or a Toto to reach Mandarmani. Chawalkhola to Mandarmani auto fare is 40 rupees for share basis , and if reserved, it costs around 200-250 rupees , it takes about 15-20 minutes. মন্দারমনির নিকটবর্তী শহর হল কাঁথি বা কন্টাই কলকাতা থেকে খুব সহজেই কাঁথি বা কন্টাই আসা যায় মাত্র চার ঘন্টা সড়ক পথে| মন্দারমনি আসার জন্য আপনাকে কলকাতা থেকে দীঘ বাস যাওয়ার বাস ধরতে হবে এবং নামতে হবে চাউলখোলা| চাউলখোলা নেবে আপনি সেখানে অটো পেয়ে যাবেন মন্দারমনি যাবার জন্য, এখানে শেয়ারিং অথবা রিজার্ভ দুই ধরনেরই পাওয়া যায় এই পাওয়া যায়, যদি আপনি শেয়ারিং নেন তো মমাথা পিছু পড়বে চল্লিশ টাকা (40 rupees) আর যদি আপনি রিজার্ভ করেন সেক্ষেত্রে আপনার থেকে দুশো -আড়াইশো (200-250 rupees) টাকা নেবে, সময় লাগবে ১৫ থেকে ২০ মিনিট |
 
 
From Kolkata, buses depart in the morning from all major city areas such as Garia, Dharmatala, Howrah, and Budge Budge towards Digha/Chaulkhola almost every hours. Both government (SBSTC) and private buses runs for f Digha. The fare for a regular bus is almost 180-220 rupees, while AC buses range from around 300 to 400 rupees, and Volvo AC buses cost between 450 to 600 rupees (Vary in Pick Season). The busa takes approximately 4-5 hours . In the Morning , if you catch bus around 6 AM, you probably reach Chawalkhola around 10:30 to 11:30 AM. কলকাতার প্রায় সমস্ত বড় বড় এরিয়া থেকে যেমন গড়িয়া,ধর্মতলা, হাওড়া,বজ বজ, করুণাময়ী সকাল থেকেই প্রায় প্রতি ঘন্টাতে দীঘা যাওয়ার বাস পাওয়া যায়, সরকারী এবং বেসরকারি দুই ধরনেরই বাস পাওয়া যায় |মোটামুটি বাসের ভাড়া ১৮০ থেকে ২০০ টাকা আর যদি এসি(AC) বাস - সে ক্ষেত্রে প্রায় ৩০০ টাকার মতো ভাড়া । Volvo AC বাস গুলো প্রায় ৪৫০ থেকে ৫০০ টাকা ভাড়া পড়ে | বাসে যাত্রায় সময় লাগে প্রায় ৪-৫ ঘণ্টা চাউলখোলা পৌঁছাতে | আপনি যদি সকাল ছয়টার সময় বাস ধরেন সে ক্ষেত্রে আপনি মোটামুটি আশা করতে পারেনসাড়ে দশটা নাগাদ পৌঁছে যাবেন|
 
Mandarmani has no own railway station , the nearest railway station Contai (Kanthi) Railway Station, Contai (Kanthi) is about 35 kilometres from Mandarmani. From the Contai (Kanthi) Raiway station, you can reserve small car or can take local bus/toto/auto to reach Mandarmani. It will take about 1 hour to reach Mandarmani and cost of car depends on Bargening.
What will you see?
1. Sea Beach
The main attraction of Mandarmani is its long and wide spead beach , it is about 13km long , gentle waves and calm ambiance makes the place idean for weekend relaxation.
2. Sunrise and Sunset.
Sunrise and Sunset of Mandarmani is most beautiful experience , you can witnessing beautiful sunrise and sunset and remember for ever.
3. Adventure Sports
Tourist , interested for adventurous activities, Mandarmani have different water sports and activities. Jet skiing, Banana boat rides on the beach make a memorible experience for traveller.
4. Red Crab Beach
Mandarmani beach are long and wide , if you walk 15 minutes from main tourist centre , you will spot a lot of red crabs on the beach.
Sightseeing
1. Tajpur Sea Beach
Tajpur Sea Beach is also a very popular sea beach near to Mandarmani.Tajpur also popular for spotting red crabs.Tajpur also offer peaceful beach experience , green area , roaring waves makes Tajpur ideal place for picnics and weekend visit.Mandarmoni to Tajpur is about 19 km by road.
2. Digha
The Most popular sea beach of West Bengal is Digha , Mandarmoni to Digha is about 27 km by road.Tourist can visit Digha also that offer a lovely seach beach.Tourist can visit Amarabati Park (1 km) , Digha Science Centre (New Digha) , Talsari Beach (8 km) , Chandaneswar Temple (6 km), Dheu Sagar Park (New Digha) , Shankarpur Beach (14 km) , New Jagannath Temple (Near Railway Station) and enjoy beach side sea food.
When to visit ?
Ideal time to visit Mandarmani is from October to March , weather is pleasant and suitable for beach activities in this period. From October to March, temperatures remain 15°C to 25°C which os it comfortable for outdoor exploration. But monsoon season (June to September) is not idea as heavy rainfall may inturrupt travel plans and beach activities.
How to reach Mandarmani ?
Mandarmani is well connected by road and can be reached by Car or Bus from Kolkata easyly.Almost every 15 minutes , there is a Kolkata-Digha or Digha-Kolata bound bus runs from Morning to Night.

মন্দারমণি ভ্রমণ গাইড

মন্দারমনি নিজে কি কোন রেলস্টেশন নেই, সবচেয়ে কাছের রেলস্টেশন হল কাঁথি বা কন্টাই , যা কিনা প্রায় 35 কিলোমিটার দূরে | কাঁথি থেকে ছোট গাড়ি ভাড়া করে আপনাকে আসতে হবে মন্দারমনি , সময় নেবে এক ঘন্টা |


কি কি দেখবেন?

১. সমুদ্র সৈকত

মন্দারমনির প্রধান আকর্ষণ হল এই দিগন্ত বিস্তৃত সমুদ্রতট, যা কিনা প্রায় লম্বা ১৩ কিলোমিটার লম্বা এবং চওড়াও দেখার মত | আপনি এখানে স্নান করতে পারেন, ঘুরে বেড়াতে পারেন, সমুদ্রতট উপভোগ করতে পারেন |

২. সূর্যোদয় ও সূর্যাস্ত

সূর্যোদয় ও সূর্যাস্তএখানে দেখার মত,বঙ্গোপসাগর থেকে উদীয়মান সূর্য, ভেজা বালির উপর পড়ে একটা মায়াবী পরিবেশের সৃষ্টি করে, তাই মন্দারমনি সৈকতের সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা একটা মনোরম অভিজ্ঞতা |

৩. অ্যাডভেঞ্চার স্পোর্টস

অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য মন্দারমনিতে রয়েছে বিশেষ ব্যবস্থা। সামান্য কিছু পয়সার বিনিময় আপনার এই ধরনের অ্যাডভেঞ্চারে আপনারা যুক্ত হতে পারেন , তবে অবশ্যই সাবধানে এবং সমস্ত রকম সাবধানতা অবলম্বন করে যাবেন। ওয়াটার স্পোর্টস, যেমন:

  • জেট স্কি
  • বানানা বোট রাইড
  • প্যারাসেইলিং

৪. লাল কাঁকড়ার সৈকত

মন্দারমনির প্রধান কেন্দ্র থেকে আপনি কিছুটা হেঁটে এগিয়ে গেলেই লাল কাঁকড়া দেখতে পেয়ে যাবেন |এছাড়াও আপনার অটো করে এক দেড় কিলোমিটার আগেও গিয়ে আপনারা প্রচুর প্রচুর লাল কাঁকড়া দেখতে পেয়ে যাবেন। মজা হল যে আপনি দেখতে পাবেন, কাছে গেলেই গর্তের মধ্যে ঢুকে যাবে। এই সমুদ্র টটে লাল কাঁকড়া দেখা একটা সুন্দর অভিজ্ঞতা সঞ্চয় হয় |


দর্শনীয় স্থান (Sightseeing)

১. তাজপুর সি বিচ

মন্দারমনি থেকে তাজপুরের দূরত্ব হলো ১৯ কিলোমিটার মত | তাজপুর আরেকটি বিখ্যাত সমুদ্র সৈকত ,নিরিবিলি পরিবেশ ,সবুজ ঘেরা এবং লাল কাঁকড়ার জন্য কিছু কিছু পর্যটক দিঘা বা মন্দারমনির না এসে সোজা তাজপুর চলে যান | তাজপুর নিজেই বিখ্যাত সপ্তাহ শেষে সমুদ্র সৈকত পর্যটনের জন্য।

২. দীঘা

দীঘা তাজপুর থেকে ২৭ কিলোমিটার দূরে অবস্থিত | দীঘার পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকত |বহু পর্যটক সপ্তাহ শেষে দিনগুলিতে দিঘাতে হাজির হয় | দীঘাতে সৈকত রয়েছে তাই তাই নয় দীঘাতে দর্শনীয় অনেকগুলো স্থান রয়েছে , অমরাবতী পার্ক ,সায়েন্স সেন্টার , জগন্নাথ মন্দির,চন্দনেশ্বর মন্দির , তালশাড়ি ইত্যাদি |এ ছাড়াও সমুদ্র মাছ ভাজা খেতে পারেন সমুদ্র উপভোগ করতে পারেন অনেকটা সময় কাটাতে পারেন


খাবারদাবার

মন্দারমনির প্রতিটা হোটেলে নিজ খাবার দেওয়ার ব্যবস্থা রয়েছে, আপনি হোটেলে খেতে পারেন |তাছাড়া এখানে ছোট ছোট রাস্তার ধারে রেস্তোরাঁ গড়ে উঠেছে যেগুলিতে আপনি খুব কম পয়সায় খাবার পেয়ে যাবেন-ভাত, ডাল, সবজি, মাছের ঝোল ও মিষ্টি। এছাড়াও আপনি সমুদ্রের তীরে বিভিন্ন রকম মাছ,সামুদ্রিক মাছ ভাজা,বিভিন্ন রকম খাবার পেয়ে যাবেন| এখানে যেটা বিশেষত্ব, এটা হল সৈকতে কাঠের হোটেল, এই কাঠের হোটেলগুলি গুলো সন্ধ্যেবেলা পুরো জীবন্ত হয়ে ওঠে |সন্ধ্যাবেলা এই কাঠের হোটেল গুলিতে বসে মাছ ভাজা আর হরেক রকম সাধের ব্যঞ্জন খাওয়া একটা দারুন আনন্দ দেয় দারুন আনন্দ দেয়।


ভ্রমণের সেরা সময়

সেরা সময়: মন্দারমনি যাওয়ার সেরা সময় হলো অক্টোবর থেকে মার্চ, এই সময় আবহাওয়া অনেক শান্ত থাকে এবং আবহাওয়া ও আরামদায়ক হয় দীর্ঘক্ষণ ধরে সমুদ্র স্নান করা যায় এবং যে অন্যান্য ওয়াটার স্পোর্টস গুলো আছে সেগুলোতেও উপভোগ করা যায় | বর্ষাকাল (জুন থেকে সেপ্টেম্বর) না যাওয়াটাই ভালো কারণ এই সময় ভারী বৃষ্টিপাতের কারণে আপনাদের বেড়ানোর প্ল্যান ভেস্তে যেতে পারে , তাছাড়া সমুদ্র উপকূলবর্তী হওয়ায় এখানে ঝড়ের দাপট অনেকটাই বেশি থাকে|


কিভাবে যাবেন

সড়কপথে

মন্দারমনি যাবার জন্য আপনাকে কলকাতা থেকে দীঘার বাস ধরতে হবে ,প্রায় সমস্ত শহরতলী থেকে ১ এক ঘন্টার অন্তর অন্তর কলকাতা দিঘা বাস পাওয়া যায় |আপনাকে নামতে হবে চাউল খোলা চাউলখোলা থেকে অটো যেতে হবে মন্দারমনি | তবে যদি আপনি শেষে বা ছুটির দিন যান আগে থেকে হোটেল বুক করে যাওয়াটাই শ্রেয় |


সুতরাং ব্যাগ গুছিয়ে নিয়ে চলে আসুন মন্দারমণিতে, আর হারিয়ে যান তার শান্ত ও নির্মল সৌন্দর্যে।

Garia Digha Bus Time Table
GARIA - DIGHA 05:00 am Digha 10:00 am
GARIA - DIGHA 05:40 am Digha 10:40 pm
GARIA - DIGHA 06:00 am Digha 11:00 am
GARIA - DIGHA 06:30 am Digha 11:30 am
GARIA - DIGHA* 06:50 am Digha 05:00 hours
* From Baruipur
 
Some Hotels in Mandarmoni
The Sana Beach Resort
Mandarmani, Purba Medinipur
West Bengal 721455
The Sana Beach Resort
Ricardo Beach Resort
Mandarmani Beach Road
Mandarmani
Ricardo Beach Resort
Unique Beach Resort (On Beach Family Resort)
Mandarmani
Ricardo Beach Resort
The Golden Beach Resort
Mandarmani
Mandarmoni Beach Resort
Mandarmani
Near Anjali Mobile Centre, Ramnagar
Mandarmani
Shinjini Resort
Mandarmani (near Mandarmani Beach)
Sonargaon Beach Resort
Mandarmani
Blue Stone Hotel & Restaurant
Mandarmani
Balukona Beach Resort
Mandarmani
Elegant Beach Resort
Mandarmani

Budget For Mandarmani Travel from Kolkata – ₹3,800 Only (3-Days)

Day/Time What to do Details Cost (₹)
Day 1: Arrival and Beach Visit
Morning (6:00–6:30 AM) Bus from Kolkata SBSTC/Private bus (Esplanade/Garia/Baruipur/Karunamoyee)Chawalkhola ₹200/₹400
10:30–11:00 AM Reach to Hotel (Auto/ToTo/Hotel Pickup) 15–20 min -(Bargain Recomended) ₹40 + ₹900 (Auto+Room Rent)
12:00–4:00 PM Beach Bathing Sea bath, beach walk, coconut water,sea food ,local food ₹120
5:00–7:00 PM Enjoy Sunset Beach sunset -
Dinner Seafood Dinner Fish thali / prawn or crab curry /Fried Octopus ₹180
Day 1 Total₹1,290 / ₹990
Day 2: Visit Tajpur and Mandarmani Side Trip
7:00–11:30 AM Tajpur Trip Auto/Toto (₹180–200 return) -- red crabs, serene beach and breakfast ₹200
12:30–4:00 PM Water Sports then Lunch Jet Ski / Banana boat and sea bath then lunch ₹500 + ₹180
4:30–6:30 PM Mohana Visit Toto (₹100/hr) ₹150
Dinner Dinner Pomfret fry ,crab masala special ₹200
Day 2 Total₹1,230
Day 3: Sunrise, Beach Wal and Return Kolkata
6:00–8:00 AM Sunrise Early morning walk ,tea ₹80
8:30 AM Breakfast & Move for Kolkata Puri-sabji/bread-omelette/Paratha/Luchi-Torkari ₹100
9:30–10:00 AM Return Journey Toto/Auto to Chawalkhola -- Kolkata-bound bus (all the day) ₹40 + ₹220
3:00–4:00 PM Reach Kolkata Back to Esplanade / Garia
Day 3 Total₹440
Grand Total (3 Days, 1 Person) ₹3,800 /
₹3,100