মন্দারমনির প্রধান আকর্ষণ হল এই দিগন্ত বিস্তৃত সমুদ্রতট, যা কিনা প্রায় লম্বা ১৩ কিলোমিটার লম্বা এবং চওড়াও দেখার মত | আপনি এখানে স্নান করতে পারেন, ঘুরে বেড়াতে পারেন, সমুদ্রতট উপভোগ করতে পারেন |
সূর্যোদয় ও সূর্যাস্তএখানে দেখার মত,বঙ্গোপসাগর থেকে উদীয়মান সূর্য, ভেজা বালির উপর পড়ে একটা মায়াবী পরিবেশের সৃষ্টি করে, তাই মন্দারমনি সৈকতের সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা একটা মনোরম অভিজ্ঞতা |
অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য মন্দারমনিতে রয়েছে বিশেষ ব্যবস্থা। সামান্য কিছু পয়সার বিনিময় আপনার এই ধরনের অ্যাডভেঞ্চারে আপনারা যুক্ত হতে পারেন , তবে অবশ্যই সাবধানে এবং সমস্ত রকম সাবধানতা অবলম্বন করে যাবেন। ওয়াটার স্পোর্টস, যেমন:
মন্দারমনির প্রধান কেন্দ্র থেকে আপনি কিছুটা হেঁটে এগিয়ে গেলেই লাল কাঁকড়া দেখতে পেয়ে যাবেন |এছাড়াও আপনার অটো করে এক দেড় কিলোমিটার আগেও গিয়ে আপনারা প্রচুর প্রচুর লাল কাঁকড়া দেখতে পেয়ে যাবেন। মজা হল যে আপনি দেখতে পাবেন, কাছে গেলেই গর্তের মধ্যে ঢুকে যাবে। এই সমুদ্র টটে লাল কাঁকড়া দেখা একটা সুন্দর অভিজ্ঞতা সঞ্চয় হয় |
মন্দারমনি থেকে তাজপুরের দূরত্ব হলো ১৯ কিলোমিটার মত | তাজপুর আরেকটি বিখ্যাত সমুদ্র সৈকত ,নিরিবিলি পরিবেশ ,সবুজ ঘেরা এবং লাল কাঁকড়ার জন্য কিছু কিছু পর্যটক দিঘা বা মন্দারমনির না এসে সোজা তাজপুর চলে যান | তাজপুর নিজেই বিখ্যাত সপ্তাহ শেষে সমুদ্র সৈকত পর্যটনের জন্য।
দীঘা তাজপুর থেকে ২৭ কিলোমিটার দূরে অবস্থিত | দীঘার পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকত |বহু পর্যটক সপ্তাহ শেষে দিনগুলিতে দিঘাতে হাজির হয় | দীঘাতে সৈকত রয়েছে তাই তাই নয় দীঘাতে দর্শনীয় অনেকগুলো স্থান রয়েছে , অমরাবতী পার্ক ,সায়েন্স সেন্টার , জগন্নাথ মন্দির,চন্দনেশ্বর মন্দির , তালশাড়ি ইত্যাদি |এ ছাড়াও সমুদ্র মাছ ভাজা খেতে পারেন সমুদ্র উপভোগ করতে পারেন অনেকটা সময় কাটাতে পারেন
মন্দারমনির প্রতিটা হোটেলে নিজ খাবার দেওয়ার ব্যবস্থা রয়েছে, আপনি হোটেলে খেতে পারেন |তাছাড়া এখানে ছোট ছোট রাস্তার ধারে রেস্তোরাঁ গড়ে উঠেছে যেগুলিতে আপনি খুব কম পয়সায় খাবার পেয়ে যাবেন-ভাত, ডাল, সবজি, মাছের ঝোল ও মিষ্টি। এছাড়াও আপনি সমুদ্রের তীরে বিভিন্ন রকম মাছ,সামুদ্রিক মাছ ভাজা,বিভিন্ন রকম খাবার পেয়ে যাবেন| এখানে যেটা বিশেষত্ব, এটা হল সৈকতে কাঠের হোটেল, এই কাঠের হোটেলগুলি গুলো সন্ধ্যেবেলা পুরো জীবন্ত হয়ে ওঠে |সন্ধ্যাবেলা এই কাঠের হোটেল গুলিতে বসে মাছ ভাজা আর হরেক রকম সাধের ব্যঞ্জন খাওয়া একটা দারুন আনন্দ দেয় দারুন আনন্দ দেয়।
সেরা সময়: মন্দারমনি যাওয়ার সেরা সময় হলো অক্টোবর থেকে মার্চ, এই সময় আবহাওয়া অনেক শান্ত থাকে এবং আবহাওয়া ও আরামদায়ক হয় দীর্ঘক্ষণ ধরে সমুদ্র স্নান করা যায় এবং যে অন্যান্য ওয়াটার স্পোর্টস গুলো আছে সেগুলোতেও উপভোগ করা যায় | বর্ষাকাল (জুন থেকে সেপ্টেম্বর) না যাওয়াটাই ভালো কারণ এই সময় ভারী বৃষ্টিপাতের কারণে আপনাদের বেড়ানোর প্ল্যান ভেস্তে যেতে পারে , তাছাড়া সমুদ্র উপকূলবর্তী হওয়ায় এখানে ঝড়ের দাপট অনেকটাই বেশি থাকে|
মন্দারমনি যাবার জন্য আপনাকে কলকাতা থেকে দীঘার বাস ধরতে হবে ,প্রায় সমস্ত শহরতলী থেকে ১ এক ঘন্টার অন্তর অন্তর কলকাতা দিঘা বাস পাওয়া যায় |আপনাকে নামতে হবে চাউল খোলা চাউলখোলা থেকে অটো যেতে হবে মন্দারমনি | তবে যদি আপনি শেষে বা ছুটির দিন যান আগে থেকে হোটেল বুক করে যাওয়াটাই শ্রেয় |
সুতরাং ব্যাগ গুছিয়ে নিয়ে চলে আসুন মন্দারমণিতে, আর হারিয়ে যান তার শান্ত ও নির্মল সৌন্দর্যে।
| Garia Digha Bus Time Table | ||
| GARIA - DIGHA | 05:00 am | Digha 10:00 am |
| GARIA - DIGHA | 05:40 am | Digha 10:40 pm |
| GARIA - DIGHA | 06:00 am | Digha 11:00 am |
| GARIA - DIGHA | 06:30 am | Digha 11:30 am |
| GARIA - DIGHA* | 06:50 am | Digha 05:00 hours |
| * From Baruipur | ||
| Some Hotels in Mandarmoni | ||
| The Sana Beach Resort Mandarmani, Purba Medinipur West Bengal 721455 The Sana Beach Resort | ||
| Ricardo Beach Resort Mandarmani Beach Road Mandarmani Ricardo Beach Resort | ||
| Unique Beach Resort (On Beach Family Resort) Mandarmani Ricardo Beach Resort | ||
| The Golden Beach Resort Mandarmani | ||
| Mandarmoni Beach Resort Mandarmani Near Anjali Mobile Centre, Ramnagar Mandarmani | ||
| Shinjini Resort Mandarmani (near Mandarmani Beach) | ||
| Sonargaon Beach Resort Mandarmani | ||
| Blue Stone Hotel & Restaurant Mandarmani | ||
| Balukona Beach Resort Mandarmani | ||
| Elegant Beach Resort Mandarmani | ||
| Day/Time | What to do | Details | Cost (₹) |
|---|---|---|---|
| Day 1: Arrival and Beach Visit | |||
| Morning (6:00–6:30 AM) | Bus from Kolkata | SBSTC/Private bus (Esplanade/Garia/Baruipur/Karunamoyee)Chawalkhola | ₹200/₹400 |
| 10:30–11:00 AM | Reach to Hotel (Auto/ToTo/Hotel Pickup) | 15–20 min -(Bargain Recomended) | ₹40 + ₹900 (Auto+Room Rent) |
| 12:00–4:00 PM | Beach Bathing | Sea bath, beach walk, coconut water,sea food ,local food | ₹120 |
| 5:00–7:00 PM | Enjoy Sunset | Beach sunset | - |
| Dinner | Seafood Dinner | Fish thali / prawn or crab curry /Fried Octopus | ₹180 |
| Day 1 Total | ₹1,290 / ₹990 | ||
| Day 2: Visit Tajpur and Mandarmani Side Trip | |||
| 7:00–11:30 AM | Tajpur Trip | Auto/Toto (₹180–200 return) -- red crabs, serene beach and breakfast | ₹200 |
| 12:30–4:00 PM | Water Sports then Lunch | Jet Ski / Banana boat and sea bath then lunch | ₹500 + ₹180 |
| 4:30–6:30 PM | Mohana Visit | Toto (₹100/hr) | ₹150 |
| Dinner | Dinner | Pomfret fry ,crab masala special | ₹200 |
| Day 2 Total | ₹1,230 | ||
| Day 3: Sunrise, Beach Wal and Return Kolkata | |||
| 6:00–8:00 AM | Sunrise | Early morning walk ,tea | ₹80 |
| 8:30 AM | Breakfast & Move for Kolkata | Puri-sabji/bread-omelette/Paratha/Luchi-Torkari | ₹100 |
| 9:30–10:00 AM | Return Journey | Toto/Auto to Chawalkhola -- Kolkata-bound bus (all the day) | ₹40 + ₹220 |
| 3:00–4:00 PM | Reach Kolkata | Back to Esplanade / Garia | — |
| Day 3 Total | ₹440 | ||
| Grand Total (3 Days, 1 Person) | ₹3,800 / ₹3,100 |
||