Tajpur Tour

তাজপুর ভ্রমণTajpur TOUR
 

বাঙালি মানেই ভ্রমন পিপাসু | দিঘা,মন্দারমনি,দার্জিলিং ছাড়াও তাজপুর নতুন পর্যটন কেন্দ্র হিসাবে আত্মপ্রকাশ করেছে | তাজপুর একটি সমুদ্র সৈকত |এটি কলকাতা থেকে প্রায় ১৭২ কিলোমিটার দূরে অবস্থিত | বিস্তৃত সমুদ্র সৈকত ,জলরাশি , নির্মল পরিবেশ , মুগ্ধ বাতাস তাজপুরকে ধীরে ধীরে জনপ্রিয় করে তুলছে |


তাজপুর সমুদ্র সৈকত হওয়া সত্ত্বেও একটি কিন্তু মাছ চাষের জন্য বিখ্যাত , প্রায় 1400 একর জায়গা জুড়ে এখানে মাছ চাষ হয় |

A Bengali is synonymous with a thirst for travel. Apart from Digha, Mandarmani, and Darjeeling, Tajpur has emerged as a new tourist destination. Tajpur is a beach located approximately 172 kilometers from Kolkata. The vast beach, the expanse of water, the serene environment, and the enchanting breeze are gradually making Tajpur popular.


Despite being a beach, Tajpur is also famous for fish farming, which is carried out over an area of about 1400 acres.

 

এখানে একটি সমুদ্র বন্দর হবার সম্ভাবনা রয়েছে | তাজপুর যদিও নতুন নতুন পর্যটন কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে ,সমুদ্রের উত্তাল ঢেউ নির্জনতা , ঝাউবন যারা শহুরে কোলাহল থেকে দু-একদিন নিস্তার পেতে চায়,তাদের জন্য তাজপুর আদর্শ |এখানে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে প্রচুর লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়। পর্যটকের আনাগন কম হওয়ায় বিচ এখনও শান্ত নির্জন এবং পরিচ্ছন্ন রয়েছে |


এখানে সমুদ্র তীরে কাঠের রেস্টুরেন্ট দেখতে পাওয়া যায় ,যেখানে বসে আপনি সমুদ্রের ঢেউ দেখতে দেখতে মাছ ভাজা এবং অন্যান্য রসনা তৃপ্তি নিতে পারেন |

There is a possibility of a seaport being developed here. Though Tajpur has only recently emerged as a new tourist destination, the roaring waves of the sea, the tranquility, and the casuarina groves make Tajpur ideal for those who wish to escape the hustle and bustle of city life for a couple of days. Many red crabs can be seen scattered around the area. Due to the low number of tourists, the beach remains peaceful, secluded, and clean.


Wooden restaurants can be found along the seashore, where you can enjoy the view of the waves while savoring fried fish and other delicacies.

 

কিভাবে যাবেন ?
কলকাতা থেকে দীঘার গামী বাসে নামতে হবে বালিসই
সেখান থেকে অটো বা টোটো করে আপনি পৌঁছে যাবেন তাজপুর | মোটামুটি ১০০ রিজার্ভ করলে নেয়|
ট্রেনে গেলে ,নিকট টেশন হচ্ছে রামনগর | রামনগর থেকে অটো বা টোটো করেও তাজপুর আসতে পারেন , সেক্ষেত্রে ভাড়া পড়তে পারে ২০০ থেকে ২৫০ টাকা |

তাজপুরে অজস্র হোটেল রয়েছে , বেশিরভাগ হোটেলই খুব সম্প্রতি গড়ে উঠেছে |হোটেলের ভাড়া পড়ে মোটামুটি ১০০০ টাকা থেকে শুরু |


কি কি দেখবেন ? তাজপুরে দেখার একমাত্র জায়গা হলো সমুদ্র সৈকত | সমুদ্র সৈকতে অজস্র লাল কাকা ঘুরে বেড়াচ্ছে , আপনি স্নান করতে পারেন আর ওই কাঠের রেস্টুরেন্টে বসে আপনি মাছ ভাজা খেতে পারেন |এরপরে আপনি গাড়ি ভাড়া করে শংকরপুর, মন্দারমনি বা দিঘার মত জায়গায় ঘুরে আসতে পারেন |এক্ষেত্রে আপনার ভাড়া পড়বে মোটামুটি ৬০০ টাকা |
কখন যাবেন ?
তাজপুরে বেড়াতে যাবার জন্য সারা বছরই আদর্শ | তবে ঘূর্ণিঝড় আসার সময় না যাওয়া ভালো ।
তাজপুরের সমুদ্রকে উপভোগ করায় পর্যটকদের একমাত্র কাজ , তাজপুর মূলত চিংড়ি মাছ চাষের জন্যই বিখ্যাত |যাবার পথে আপনি প্রচুর পরিমাণে চিংড়ি মাছের ভেড়ি দেখতে পাবেন| একানকার লোকেদের মূল উপজীবিকা হল চিংড়ি মাছ চাষ |

How to Get There ?
From Kolkata, you need to take a bus heading towards Digha and get off at Balisai. From there, you can reach Tajpur by auto or toto, costing around 100 rupees if reserved.

If traveling by train, the nearest station is Ramnagar. From Ramnagar, you can also take an auto or toto to Tajpur, which may cost between 200 to 250 rupees.


Where to Stay ?
Tajpur has numerous hotels, most of which have been recently established. Hotel rates start from around 1000 rupees.
What to See ?
The main attraction in Tajpur is the beach. You can see numerous red crabs scurrying around on the beach, enjoy a swim, and savor fried fish at the wooden restaurants by the shore. After exploring Tajpur, you can rent a car to visit nearby places like Shankarpur, Mandarmani, or Digha. The rental cost for this would be approximately 600 rupees.

Best Time to Visit ?
Tajpur is ideal for a visit year-round, but it’s best to avoid cyclone season.
Enjoying the beach is the primary activity for tourists in Tajpur. The place is mainly known for shrimp farming. On your way, you’ll see many shrimp ponds, and shrimp farming is the main livelihood of the local people.