বাঙালি মানেই ভ্রমন পিপাসু | দিঘা,মন্দারমনি,দার্জিলিং ছাড়াও তাজপুর নতুন পর্যটন কেন্দ্র হিসাবে আত্মপ্রকাশ করেছে | তাজপুর একটি সমুদ্র সৈকত |এটি কলকাতা থেকে প্রায় ১৭২ কিলোমিটার দূরে অবস্থিত | বিস্তৃত সমুদ্র সৈকত ,জলরাশি , নির্মল পরিবেশ , মুগ্ধ বাতাস তাজপুরকে ধীরে ধীরে জনপ্রিয় করে তুলছে |
A Bengali is synonymous with a thirst for travel. Apart from Digha, Mandarmani, and Darjeeling, Tajpur has emerged as a new tourist destination. Tajpur is a beach located approximately 172 kilometers from Kolkata. The vast beach, the expanse of water, the serene environment, and the enchanting breeze are gradually making Tajpur popular.
এখানে একটি সমুদ্র বন্দর হবার সম্ভাবনা রয়েছে | তাজপুর যদিও নতুন নতুন পর্যটন কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে ,সমুদ্রের উত্তাল ঢেউ নির্জনতা , ঝাউবন যারা শহুরে কোলাহল থেকে দু-একদিন নিস্তার পেতে চায়,তাদের জন্য তাজপুর আদর্শ |এখানে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে প্রচুর লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়। পর্যটকের আনাগন কম হওয়ায় বিচ এখনও শান্ত নির্জন এবং পরিচ্ছন্ন রয়েছে |
There is a possibility of a seaport being developed here. Though Tajpur has only recently emerged as a new tourist destination, the roaring waves of the sea, the tranquility, and the casuarina groves make Tajpur ideal for those who wish to escape the hustle and bustle of city life for a couple of days. Many red crabs can be seen scattered around the area. Due to the low number of tourists, the beach remains peaceful, secluded, and clean.
কিভাবে যাবেন ? কলকাতা থেকে দীঘার গামী বাসে নামতে হবে বালিসই সেখান থেকে অটো বা টোটো করে আপনি পৌঁছে যাবেন তাজপুর | মোটামুটি ১০০ রিজার্ভ করলে নেয়| ট্রেনে গেলে ,নিকট টেশন হচ্ছে রামনগর | রামনগর থেকে অটো বা টোটো করেও তাজপুর আসতে পারেন , সেক্ষেত্রে ভাড়া পড়তে পারে ২০০ থেকে ২৫০ টাকা | তাজপুরে অজস্র হোটেল রয়েছে , বেশিরভাগ হোটেলই খুব সম্প্রতি গড়ে উঠেছে |হোটেলের ভাড়া পড়ে মোটামুটি ১০০০ টাকা থেকে শুরু |
How to Get There ? From Kolkata, you need to take a bus heading towards Digha and get off at Balisai. From there, you can reach Tajpur by auto or toto, costing around 100 rupees if reserved. If traveling by train, the nearest station is Ramnagar. From Ramnagar, you can also take an auto or toto to Tajpur, which may cost between 200 to 250 rupees.