Bakkhali Tour

বকখালি ভ্রমণBakkhali TOUR
 

বকখালি বাঙ্গালীদের একটা প্রিয় গন্তব্য | বকখালি মূলত সপ্তাহান্তে বিনোদনের জন্য আদর্শ | প্রতি সপ্তাহে অজস্র বাঙালি ভিড় করে বকখালীতে |বকখালি শহুরে মানুষদের তাদের দৈনন্দিন ব্যস্ততা থেকে খানিকটা মুক্ত করে এবং তাদের প্রাণ ভরে বাতাস নেওয়ার একটা সুযোগ করে দেয় |সমুদ্রের নির্জনতা চারিদিকে সবুজ সবুজ এবং দিগন্ত বিস্তৃত সমুদ্রত , পর্যটকদের বারে বারে আকর্ষণ করে , তাই বকখালি ঘুরতে যায়নি এমন বাঙালি পাওয়া ভার|বকখালি কলকাতা থেকে প্রায় ১২৫ কিলোমিটার দূরে অবস্থিত |

Bakkhali is a favorite destination for Bengalis. Bakkhali is primarily ideal for weekend entertainment. Every week, countless Bengalis crowd into Bakkhali. Bakkhali offers urban dwellers a brief respite from their daily hustle and bustle, providing them with an opportunity to breathe freely.
The solitude of the sea, the greenery all around, and the vast expanse of the ocean continually attract tourists, making it rare to find a Bengali who hasn't visited Bakkhali. Bakkhali is located about 125 kilometers from Kolkata.

 

বকখালি দু ভাবে যাওয়া যায় , ট্রেনে অথবা বাসে |
শিয়ালদা নামখানা লোকাল নামখানায় নামতে হবে | নামখানা থেকে বাস বা অটো করে বকখালি পৌঁছতে হয়। সময় লাগে মোটামুটি তিরিশ মিনিট এবং ভাড়া ৩০ থেকে ৪০ টাকা , আর বাসে কলকাতা থেকে প্রায় প্রতি ঘন্টায় সরকারি ও বেসরকারি বাস যায় নামখানার উদ্দেশ্যে , ভাড়া পড়ে মোটামুটি ১০০ টাকার কাছাকাছি ,১০০ থেকে ১০৫ |এবার নামখানা থেকে টোটো বা অটো বা বাসে আপনারা পৌঁছে যাবেন বকখালিতে |

There are two ways to reach Bakkhali: by train or by bus.
For the train, take the Sealdah-Namkhana local and get off at Namkhana. From Namkhana, you can reach Bakkhali by bus or auto. It takes roughly thirty minutes, and the fare is between 30 to 40 rupees.
By bus, government and private buses run almost every hour from Kolkata to Namkhana, with the fare being around 100 to 105 rupees. From Namkhana, you can take a toto, auto, or bus to reach Bakkhali.

 
 


ট্রেনে:
শিয়ালদহ নামখানা লোকাল ,
ভাড়া Rs.25,
সময় 3 ঘন্টা (আনুমানিক)
5:16 AM - নামখানা 8:00 AM
7:14 AM - নামখানা 10:08 AM

বাস :
এস্প্লানেডে তো কাকদ্বীপ ,
ভাড়া 105(আনুমানিক)
সময় 4.5 ঘন্টা


By Train:
- Sealdah to Namkhana local
- Fare: Rs. 25
- Time: Approximately 3 hours
- 5:16 AM - Namkhana 8:00 AM
- 7:14 AM - Namkhana 10:08 AM

By Bus:
- Esplanade to Kakdwip
- Fare: Approximately Rs. 105
- Time: 4.5 hours

 

কোথায় থাকবেন ?

এখানে রয়েছে অজস্র হোটেল , খুব কম পয়সার হোটেল ৪০০ টাকা থেকে শুরু এবং এবং খুব বড় মাপের হোটেল রয়েছে বকখালীতে |

হোটেল অমরাবতী
Address: Vill-Laxmipur,
P.O-Laxmipur Prabartak,
Dist-24 PGS (S), Bakkhali,
West Bengal, India,
Pin Code-743357

হোটেল দীপক
Frazer Gunj, Bakkhali,
24 Parganas (South)
West Bengal, India

Where to Stay?

There are numerous hotels here, with budget options starting at 400 rupees and larger, more upscale hotels also available in Bakkhali.

Hotel Amarabati
- Address: Vill-Laxmipur,
- P.O-Laxmipur Prabartak,
- Dist-24 PGS (S), Bakkhali,
- West Bengal, India,
- Pin Code-743357


Hotel Deepak
- Frazer Gunj, Bakkhali,
- 24 Parganas (South)
- West Bengal, India

 


সমস্ত উপকূলবর্তী এলাকা হওয়ায় এখানে খুব সস্তায় মাছ এবং কাঁকড়া পাওয়া যায় | আপনি চাইলে হোটেল গুলোতে অনায়াসেই মাছের পদ অথবা কাঁকড়ার পথ খেতে পারেন এবং বকখালি তীর ধরে একটু হেঁটে বেড়াতে পারেন |

কি কি দেখবেন ?
1) সমুদ্র তট :বকখালি আপনাকে মুগ্ধ করবে তার দিগন্ত বিস্তৃত সমুদ্র তট এবং নির্মল হাওয়া নির্মল পরিবেশ এবং এবং জলরাশির জন্য , ছোট ছোট ঢেউ যেন আপনার পা ধুয়ে দেয় |
2)ফ্রেজারগঞ্জ: বকখালি থেকে পায়ে হাটা দূরত্বে ফ্রেজারগঞ্জ , অবস্থিত এটি একটি শান্ত সমুদ্র তট | মূলত মৎস্যজীবীদের বাস এখানে , অতি শান্ত এবং নির্মল পরিবেশের জন্য বিখ্যাত , এখানে কিছু হাওয়া কল দেখতে পাওয়া যায় |
3)হেনরি'স আইল্যান্ড: উপকূল থেকে একটু দূরে অবস্থিত এই দ্বীপটি তার চমৎকার প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত এবং পিকনিক ও প্রকৃতির হাঁটার জন্য উপযুক্ত।
4)জম্বু দ্বীপ :জম্বু দ্বীপ হচ্ছে আরেকটি দর্শনীয় স্থান | জম্বু দ্বীপ যেতে গেলে আপনাকে নৌকো ভাড়া করতে হবে এখানে নৌকা বেশিরভাগই মোটর চালিত | জম্বুজীপ ম্যানগ্রোভ বনভূমির অংশ , এখানে আপনি আপনি সুন্দরবনের গাছপালা দেখতে পাবেন | চারিদিকে সবুজে সবুজ এছাড়াও হরেক রকম রংবেরঙের পাখি দেখতে পাওয়া যায় | প্রকৃতি প্রেমীদের জন্য আদর্শ |


Food:
Being a coastal area, fish and crab are available at very low prices here. You can easily enjoy fish or crab dishes at the hotels, and take a stroll along the Bakkhali beach.

What to See?

1.The Beach:
Bakkhali will mesmerize you with its vast, expansive beach, serene air, and tranquil environment. The small waves gently wash over your feet.
2.Frasergunj:
Within walking distance from Bakkhali, Frasergunj is a peaceful beach. It is primarily a fishing village, known for its extremely calm and serene atmosphere. You can also see some windmills here.
3.Henry's Island:
Located a bit away from the coast, this island is known for its beautiful natural scenery and is perfect for picnics and nature walks.
4.Jambu Island:
Another notable attraction is Jambu Island. To reach Jambu Island, you will need to hire a boat, most of which are motorized. Jambu Island is part of the mangrove forest, where you can see Sundarbans flora. The island is lush with greenery and home to a variety of colorful birds, making it ideal for nature lovers.

 


সন্ধ্যেবেলা বকখালি সমুদ্র সৈকতে পুরো মেলার মত বসে যায় , বিভিন্ন মুখরোচক খাদ্যদ্রব্য ও মাছ ভাজা খেতে খেতে সৌন্দর্যের নির্জনতা করতে পারেন |

কখন যাবেন ?
বকখালি সারাবছর পর্যটকদের আকর্ষণ করে থাকে, বকখালি যাবার জন্য যে কোন ঋতু আদর্শ তবে শনি রবিবারে ভিড়ের পরিমাণ অনেক বেশি হওয়ায় আগে থেকে হোটেল বুকিং করে নেওয়াটাই শ্রেয়

Evening at Bakkhali:
In the evening, the Bakkhali beach turns into a fair-like setting. You can enjoy the solitude and beauty of the place while savoring various delicious foods and fried fish.


When to Visit?
Bakkhali attracts tourists throughout the year, making any season ideal for a visit. However, as it gets very crowded on Saturdays and Sundays, it is advisable to book hotels in advance.