বকখালি বাঙ্গালীদের একটা প্রিয় গন্তব্য | বকখালি মূলত সপ্তাহান্তে বিনোদনের জন্য আদর্শ | প্রতি সপ্তাহে অজস্র বাঙালি ভিড় করে বকখালীতে |বকখালি শহুরে মানুষদের তাদের দৈনন্দিন ব্যস্ততা থেকে খানিকটা মুক্ত করে এবং তাদের প্রাণ ভরে বাতাস নেওয়ার একটা সুযোগ করে দেয় |সমুদ্রের নির্জনতা চারিদিকে সবুজ সবুজ এবং দিগন্ত বিস্তৃত সমুদ্রত , পর্যটকদের বারে বারে আকর্ষণ করে , তাই বকখালি ঘুরতে যায়নি এমন বাঙালি পাওয়া ভার|বকখালি কলকাতা থেকে প্রায় ১২৫ কিলোমিটার দূরে অবস্থিত |
Bakkhali is a favorite destination for Bengalis. Bakkhali is primarily ideal for weekend entertainment. Every week, countless Bengalis crowd into Bakkhali. Bakkhali offers urban dwellers a brief respite from their daily hustle and bustle, providing them with an opportunity to breathe freely. The solitude of the sea, the greenery all around, and the vast expanse of the ocean continually attract tourists, making it rare to find a Bengali who hasn't visited Bakkhali. Bakkhali is located about 125 kilometers from Kolkata.
বকখালি দু ভাবে যাওয়া যায় , ট্রেনে অথবা বাসে | শিয়ালদা নামখানা লোকাল নামখানায় নামতে হবে | নামখানা থেকে বাস বা অটো করে বকখালি পৌঁছতে হয়। সময় লাগে মোটামুটি তিরিশ মিনিট এবং ভাড়া ৩০ থেকে ৪০ টাকা , আর বাসে কলকাতা থেকে প্রায় প্রতি ঘন্টায় সরকারি ও বেসরকারি বাস যায় নামখানার উদ্দেশ্যে , ভাড়া পড়ে মোটামুটি ১০০ টাকার কাছাকাছি ,১০০ থেকে ১০৫ |এবার নামখানা থেকে টোটো বা অটো বা বাসে আপনারা পৌঁছে যাবেন বকখালিতে |
There are two ways to reach Bakkhali: by train or by bus. For the train, take the Sealdah-Namkhana local and get off at Namkhana. From Namkhana, you can reach Bakkhali by bus or auto. It takes roughly thirty minutes, and the fare is between 30 to 40 rupees. By bus, government and private buses run almost every hour from Kolkata to Namkhana, with the fare being around 100 to 105 rupees. From Namkhana, you can take a toto, auto, or bus to reach Bakkhali.
কোথায় থাকবেন ? এখানে রয়েছে অজস্র হোটেল , খুব কম পয়সার হোটেল ৪০০ টাকা থেকে শুরু এবং এবং খুব বড় মাপের হোটেল রয়েছে বকখালীতে | হোটেল অমরাবতী Address: Vill-Laxmipur, P.O-Laxmipur Prabartak, Dist-24 PGS (S), Bakkhali, West Bengal, India, Pin Code-743357 হোটেল দীপক Frazer Gunj, Bakkhali, 24 Parganas (South) West Bengal, India
Where to Stay? There are numerous hotels here, with budget options starting at 400 rupees and larger, more upscale hotels also available in Bakkhali. Hotel Amarabati - Address: Vill-Laxmipur, - P.O-Laxmipur Prabartak, - Dist-24 PGS (S), Bakkhali, - West Bengal, India, - Pin Code-743357 Hotel Deepak - Frazer Gunj, Bakkhali, - 24 Parganas (South) - West Bengal, India
Evening at Bakkhali: In the evening, the Bakkhali beach turns into a fair-like setting. You can enjoy the solitude and beauty of the place while savoring various delicious foods and fried fish.