Digha | Digha Beach

দীঘা ভ্রমণDIGHA TOUR
 

ভ্রমণ পিপাসু বাঙালির সবচেয়ে কমখরচে ও সবচেয়ে কমসময়ে বেড়ানোর জায়গাগুলির সবচেয়ে জনপ্রিয় মনেহয় দীঘা | দীঘা সারাবছর পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকে | দীঘায় বেড়াতে যায়নি এমন বাঙালি মেলা মুশকিল | উত্তাল সমুদ্র , দিগন্ত বিস্তৃত জলরাশি , সবুজ ঝাউবন বাড়ে বাড়ে পর্যটকদের আকর্ষণ করে থাকে |

Digha seems to be the most popular of the cheapest and least expensive travel destinations for travel-hungry Bengalis. Digha remain the center of tourist attraction throughout the year.It is difficult to find a Bengali , who has never visited Digha. Turbulent sea, horizon wide body of water, green forest attract more and more tourists towards.

 
 

দুই বা তিনদিনের ভ্রমণ যারা করতে চান , তাদের জন্য দীঘা আদর্শ | এইজন্য , সপ্তাহ শেষে বা ছুটির দিনগুলিতে পর্যটক সংখ্যা অনেক বেড়েযায় | স্নানকালে দীঘার সমুদ্র সৈকত হোয়েওঠে জমজমাট ,সন্ধ্যায় পুরো মেলা বসেযায় | সমুদ্র সৈকত , ঝাউবন ছাড়াও এখানে অনেক কাছাকাছি অনেক বেড়ানোর জায়গা আছে যেমন তালসারি , শংকরপুর ,উদয়পুর ,সাইন্স সিটি , চন্দনেশ্বর মন্দির ,অমরাবতী পার্ক ইত্যাদি |

Digha is perfect destination for those who want to do a two or three day trip short trip. Therefore, the number of tourists increases during weekends and holidays . Digha beach is crowded during bathing, in the evening the whole area trurn into a fair. Apart from the beach, zhaw trees , there are many places to visit nearby Like Talsari, Shankarpur, Udaipur, Science City, Chandaneshwar Temple, Amravati Park etc.

হাওড়া থেকে সকাল ৬ টায় তাম্রলিপ্ত এক্সপ্রেস ছাড়ে , যা দীঘা সকাল ১০:১৫ মিনিটে। এছাড়া পাহাড়িয়া এক্সপ্রেস প্রতি শনিবার রওনা হয় দীঘার উদ্দেশ্যে ,এছাড়া কান্ডারি এক্সপ্রেস দুপুর দুটো পনেরো মিনিটে হাওড়া থেকে দিঘা যায় , দিঘা পৌঁছয় প্রায় সন্ধ্যা ছটায় |

  • 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস প্রতিদিন সকাল ৬:৩৫ মিনিটে।
  • 15722 পাহাড়িয়া এক্সপ্রেস (কেবলমাত্র শনিবার) সকাল ৭:৫০ মিনিটে।
  • 12847 সুপার এসি এক্সপ্রেস প্রতিদিন সকাল ১১:১০ মিনিটে।
  • 22897 কান্ডারী এক্সপ্রেস প্রতিদিন দুপুর ২:১৫ মিনিটে।

এছাড়াও কলকাতা চারপাশে সমস্ত বড় শহরতলী গুলো থেকে দীঘার উদ্দেশ্যে বাস ছাড়ে গড়িয়া , ধর্মতলা , হাওড়া , বজবজ সকল এরিয়া থেকে সকাল বেলায় সরকারি ও বেসরকারি বাস ছাড়ে দীঘার উদ্দেশ্যে । সাধারণ বাস ভাড়া প্রায় দুশো টাকার কাছাকাছি , এসি বাস মোটামুটি ৩৫০ থেকে ৩৮০ টাকা আর ভলভো এসি ৪০০ থেকে ৪৫০ টাকা। বাসে যেতে সময় লাগে সাড়ে চার ঘন্টা। অর্থাৎ আপনি সকাল ছটায় বাস ধরলে সাড়ে দশটা এগারোটা য় দীঘা পর্যন্ত পৌঁছে যেতে পারেন |

Tamralipta Express departs Howrah at 6 am and reaches Digha at 10:15 am. In addition,Paharia Express leaves for Digha every Saturday, and Kandari Express leaves Howrah for Digha at 2:15 PM and reaches Digha around 6:00 PM.

  • 12857 Tamralipta Express Every day Morning 6:35
  • 15722 Paharia Express (Satusday) Morning 7:50
  • 12847 Super AC Express Everyday Morning 11:10
  • 22897 Kandari Express Afternoon 2:15

In addition, buses leave for Digha from all major suburbs around Kolkata, from Garia, Dharmatala, Howrah, Budge Budge all areas in the morning, public and private buses leave for Digha.Normal bus fare is around Rs/- 200, AC bus around Rs/- 350 to Rs/- 380 and Volvo AC Rs/- 400 to Rs/- 450. It takes four and a half hours to go by bus. If you take the bus at 6 in the morning, you can reach Digha by 10:30 or 11:00.

দীঘাতে রয়েছে অজস্র হোটেল | বাসে যান বা ট্রেনে , আশেপাশেই প্রচুর সস্তা এবং দামি সব রকমের হোটেল রয়েছে , এছাড়া রয়েছে সরকারি ও বেসরকারি গেস্ট হাউস , বিভিন্ন ব্যাংকে গেস্ট হাউস | আপনি আগে থেকে হোটেল অথবা গেস্ট হাউস বুক করে যেতে পারেন কিন্তু ছুটির দিনগুলো পর্যটকের আনাগোনা বেশি হওয়ায় হোটেল পেতে একটু সমস্যাই হয় |

There are many hotels in Dighat. if you go by bus or train, there are many cheap and expensive hotels nearby, government and private guest houses, guest houses of various banks. You can book a hotel or guest house in advance , but getting a hotel is a bit difficult as the holiday season is crowded with tourists.

দীঘার মূল আকর্ষণ হল সিবিচ , প্রতিদিন হাজারো হাজারো মানুষ সিবিচে স্নান করে , সকালবেলা ঝিনুক কুড়োয় । একটু বিশ্রাম নিয়ে দুপুরে খাওয়া দাওয়া সেরে বিচ এ হাঁটা , হাওয়া ঝাউবনের মাথা দোলানো ,মনমুগ্ধ করে দেয় | সন্ধে হতে না হতেই সিবিচ পারগুলো যেন মেলার মত বসে যায় । হর এক রকম পসরা , নানা স্বাদের খাবার , মাছ ভাজা ,আইসক্রিম গল্প গুজব এই করে সন্ধ্যাটা কেটে যায়।

The main attraction of Digha is Sea Beach, every day thousands of people bathe in Sea Beach and collect oysters in the morning. Taking a break, having lunch, walking on the beach, swaying in the breeze, is mesmerizing.As soon as the evening comes, the sea beach sides sit like a fair. The evening passed with all kinds of food, fried fish, ice cream, stories and rumours.

অমরাবতী পার্ক দীঘার একটি প্রধান আকর্ষণ , এটা খোলা থাকে সাড়ে সাতটা থেকে সন্ধে ছটা পর্যন্ত | এন্ট্রি ফ্রি ফী পাঁচ টাকা আর Boating ফি হচ্ছে ৬০ টাকা আর Roapway ৫০ টাকা । এটা দীঘা থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত , আপনি এখানে যাওয়ার জন্য সহজে টোটো বা ভ্যান পেয়ে যাবেন |

Amaravati Park is a major attraction of Digha, it is open from 7:30 am to 6 pm. Entry fee is Rs/- 5 and Boating fee is Rs/- 60 and Roapway is Rs/- 50. It is one kilometer away from Digha, you can easily get toto or van to reach here.

সাইনসিটি নিউ দীঘার পাশেই রয়েছে , সাইনসিটি , এটি একটি সরকারি সরকারি সংস্থা , যা বিজ্ঞান ও তার প্রয়োগ সম্পর্কে বিশেষ ধারণা তৈরি করে | এই সাইনসিটি স্কুল পড়ুয়া , বিশেষভাবে বিজ্ঞানের ছাত্রছাত্রীদের বিশেষভাবে আকর্ষণ করে | সাইনসিটি খোলা থাকে সকাল ন'টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত , দেখানো হয় বিভিন্ন শো ,3d শো 25 টাকা , জুরাসিক পার্ক 15 টাকা ইত্যাদি |

Science City Located next to New Digha, Science City is a government agency specializing in science and its applications. This science city attracts school students, especially science students . Sciencecity is open from 9 am to 7 pm.Different show is performed here 3d show Rs/-25 , jurassic park Rs/-15 etc.

তালসারি বিচ দীঘা থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে একটি প্রাকৃতিক বিচ | তালসারি বিচ যেতে গেলে আপনাকে প্রথমে একটা অটো বা টোটো বুক করে নিয়ে যেতে , হবে সেখান থেকে আপনাকে নৌকো করে তালসারি বিচ পর্যন্ত যেতে হয় | এটি একটি প্রাকৃতিক বিচ, এখানে় চারিদিকে দুরন্ত হাওয়া , প্রাকৃতিক গাছপালা , লোকজনের আনাগোনা কম | যারা শহরের কোলাহল থেকে কিছুক্ষণ নির্জনে থাকতে চান তাদের জন্য একদম আদর্শ হলো তালসারি বিচ| এখানে লাল কাঁকড়া দেখা মেলে |

Talsari Beach is a natural beach just 8 km from Digha. To go to Talsari Beach you first book an auto or toto, from there you have to take a boat to Talsari Beach. It is a natural beach, strong wind around here, natural vegetation, less traffic of people.Talsari Beach is ideal for those who want to be secluded from the hustle and bustle of the city life , crabs are found here.

চন্দনেশ্বর মন্দির দীঘা থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে অবস্থিত , এটি একটি প্রাচীন শিবমন্দির | এটা উড়িষ্যা রাজ্যে অবস্থিত , পবিত্র স্থান , দীঘাতে বেড়াতে গেলে অবশ্যই চন্দনেশ্বর মন্দিরের ঘুরে আসবেন| এখানে ঘুরতে গেলে আপনাকে দুবার অটো পরিবর্তন করতে হবে অথবা অটো রিজার্ভ করে যেতে হবে ,অটো পরিবর্তন করে যদি যান তাহলে এক এক পিঠে ভাড়া লাগবে মোটামুটি ২০+২০ =৪০ টাকা |

Chandaneshwar temple is located about six kilometers from Digha, it is an ancient Shiva temple .It is located in the state of Odisha, a holy place, if you visit Digha, you must visit the Chandaneshwar temple. If you want to travel here, you have to change the auto twice or reserve an auto, if you go by changing the auto, then you will need to pay approximately 20 + 20 = 40 (Rs/-).

ঢেউ সাগর পার্কএকটি ছোটদের বিনোদন পার্ক , এটা প্রবেশ মূল্য ১০ টাকা | স্লিপ , নাগরদোলা , এছাড়া ছোটদের খেলা বিভিন্ন রকম সরঞ্জাম এখানে রয়েছে | এটি একদম ঝাউবনের মধ্যে অবস্থিত | দিনের বেলাও এতটা ভিড় না থাকলেও সন্ধ্যা কালে এটা জমজমাট হয়ে ওঠে|

Dhew Sagar Park is an amusement park for children, its entrance fee is Rs/-10. Slips, swings, and other children's play equipment are available here.It is located right in the middle of zhaw trees garden.Although it is not so crowded during the day, it gets crowded in the evening.

শঙ্করপুর দীঘা থেকে প্রায় 14 কিলোমিটার দূরে অবস্থিত | একটি মৎস বন্দর | এখানেও বিচ আছে তবে দীঘার মত অতটা চওড়া নয়। এটি মূলত মাছ ধরার জন্য ব্যবহৃত হয় , এখানে এলে দেখতে পাবেন প্রচুর ট্রলার আর জেলেদের ব্যস্ততা | অনেকে শঙ্করপুর পছন্দ করে ,একটু নিরিবিলি থাকবার জন্য | এখানেও পর্যাপ্ত পরিমাণে হোটেল রয়েছে | আপনারা ছোট গাড়ি ভাড়া করতে পারেন সে ক্ষেত্রে আপনাদের ভাড়া করতে পারে ৪০০ থেকে ৫০০ টাকা অথবা বাস শংকরপুর পর্যন্ত চলে আসতে পারে , আপনাদের ভাড়া পড়বে কুড়ি থেকে ২৫ টাকা।

Shankarpur is about 14 km from Digha.A fishing port ,there is also a beach here , but not as wide as Digha. It is mainly used for fishing, when you come here you will see a lot of fishing trawler and fishermen busy at work. Many people visit Shankarpur, for a little quieter stay . There are enough hotels here too , You can rent a small car from Digha to come here , it will take Rs/- 400 to Rs/-500 or take bus can come to Shankarpur, your fare will be from Rs/-20 to Rs/- 25.

দীঘা অনতিদূরে নতুন জগন্নাথ মন্দির নির্মিত হচ্ছে | দীঘা ভ্রমণ করতে গেলে প্রভু জগন্নাথ দেবের পুজো খুব শিগ্রই দেওয়া যাবে | এই রচনাটি লেখার সময় পর্যন্ত জগন্নাথ মন্দির উদ্বোধন হয়নি , তবে খুব শীঘ্রই উদ্বোধন হবে |

A new Jagannath temple is being built near Digha. If you travel to Digha, you can worship Lord Jagannath Dev very quickly.The Jagannath temple has not been inaugurated till the time of writing this article, but it will be inaugurated soon.

এছাড়া দীঘা থেকে গাড়ি ভাড়া নিয়ে , বাসে মন্দারমণি যা মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত . ঘুরে আসা যায় | মন্দারমণি বিশেষ আকর্ষণ হলো টানা সি বিচ | এখানেও প্রচুর হোটেল রয়েছে | অনেক পর্যটক দীঘা না এসে মন্দারমণি চলে আসেন |

Besides, by renting a car from Digha, by bus to Mandarmani which is only 30 km away. The special attraction of Mandarmani is 13Km long golden Sea Beach.There are also many hotels here , Many tourists come to Mandarmani without coming to Digha.

এছাড়া দীঘা থেকে গাড়ি ভাড়া নিয়ে , বাসে তাজপুর যা মাত্র ১৬ কিলোমিটার দূরে অবস্থিত . ঘুরে আসা যায় | তাজপুর বিশেষ আকর্ষণ হলো সি বিচ | এখানেও প্রচুর হোটেল রয়েছে | অনেক পর্যটক দীঘা না এসে তাজপুর চলে আসেন |

Besides, by renting a car from Digha, by bus to Tajpur which is only 16 km away. Can be visited Tajpur's special attraction is Sea Beach .There are also many hotels here Many tourists come to Tajpur without coming to Digha.

 
Garia Digha Bus Time Table
GARIA - DIGHA05:00 am Digha 10:00 am
GARIA - DIGHA05:40 am Digha 10:40 pm
GARIA - DIGHA06:00 am Digha 11:00 am
GARIA - DIGHA 06:30 am Digha 11:30 am
GARIA - DIGHA* 06:50 am Digha 05:00 hours
* From Baruipur
 
Some Hotels in Digha
Hotel Sea Hawk
Digha Barrister Colony Rd, Barrister Colony,
Gobindabasan, Digha, West
SEA BIRD
Sea Bird 2, New Digha Sea Beach Market Rd, Beside Hotel,
New Digha, Digha
West Bengal 721428
Hotel Santiniketan
N2 SECTOR, PLOT NO.62/402, STATE HIGHWAY 57,
NEW DIGHA DIGHA, PURBA MIDNAPORE WEST BENGAL
INDIA 721463‎
Hotel Coral Digha
Plot no :- 373 & 373/534, N-2 Sector, P.S.-Digha,
District-Purba Medinipur
West Bengal – 721428
--